মেখলিগঞ্জ (কোচবিহার), 6 জুলাই:সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পরেশ চন্দ্র অধিকারীর । সম্প্রতি চাকরি খুইয়েছেন মেয়ে অঙ্কিতা । ভুয়ো নিয়োগ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ফেরত দিতে হয়েছে বিশাল অঙ্কের টাকা । অভিযোগ উঠেছে, শুধু মেয়েই নন, বাম আমল থেকে প্রায় জনা পঁচিশেক আত্মীয়কে চাকরি দিয়েছেন পরেশ । এবার ফের বিতর্কে জড়ালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী (Paresh Chandra Adhikary writes TMC slogan with Red Colour) ।
মঙ্গলবার 21 জুলাইের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় যাওয়ার আহ্বান জানিয়ে মেখলিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় চলেছে দেওয়াল লিখন ৷ সেই দেওয়াল লিখতে গিয়েই বিতর্কের জন্ম দিয়েছেন মন্ত্রী পরেশ । প্রাক্তন বাম নেতা জোড়াফুল শিবিরের দেওয়াল লিখেছেন লাল রংয়ে । যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ তৃণমূলের মেখলিগঞ্জের নেতা আনারুল মহম্মদ । মন্ত্রীকে করে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি ।