পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের বোতল পেতেই মালা পরিয়ে অভিনন্দন - Corona Safety

কোচবিহারের জামালদহে একটি মদের দোকানে গতকাল সকাল থেকে ভিড় ৷ প্রথম ব্যক্তির মদের বোতল পেতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা ৷

Congratulations with a garland as soon as open a liquor store in Cooch Behar
মদের দোকান খুলতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন

By

Published : May 6, 2020, 1:33 PM IST

কোচবিহার, 6 মে : লকডাউনের জেরে এক মাসের বেশি মদের দোকান ছিল বন্ধ ৷ কবে খুলবে এই নিয়ে দিন গুনছিল সুরাপ্রেমীরা ৷ গতকাল সরকারিভাবে মদের দোকান খোলে কোচবিহারে ৷ প্রথম ক্রেতাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানায় স্থানীয়রা ৷

মদের দোকান খোলার সরকারি নির্দেশ পেতেই দোকান খোলার আগেই লম্বা লাইন ৷ কোচবিহারের জামালদহে তেমনই একটি মদের দোকানে সকাল থেকে ভিড় চোখে পড়ে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের মালিকের তরফে দেওয়া হয়েছে বাঁশের গেট ৷ পুলিশি প্রহরাও ছিল চোখে পড়ার মত ৷ গতকাল দুপুর 12 টা থেকে মদ বিক্রি শুরু হয় ৷ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর প্রথম ব্যক্তির মদের বোতল পেতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা ৷

স্থানীয়দের কথায়, দীর্ঘ অপেক্ষার পর খুলেছে মদের দোকান ৷ সেই আনন্দে ওই 'সৌভাগ্যবান' প্রথম ব্যক্তিকে মদ পেতেই মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details