কোচবিহার, 9 জানুয়ারি : ওয়ার্ড কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ওয়ার্ড কমিটি ঘোষণার 48 ঘণ্টার মধ্যে নতুন করে ওয়ার্ড কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং।
কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পালটা ওয়ার্ড কমিটি গঠন ভূষণের - কোচবিহার
ভূষণ সিংয়ের অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতি বিভিন্ন ওয়ার্ডে যাঁদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেছেন, তা জেলা সভাপতির নিজের পছন্দের। এর সঙ্গে দলের প্রস্তাবিত তালিকার কোনও মিল নেই। তাঁর কথায়, জেলা সভাপতির ঘোষিত কমিটি বহাল থাকলে কোচবিহারে তৃণমূলের পরাজয় নিশ্চিত।
ভূষণ সিংয়ের অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতি বিভিন্ন ওয়ার্ডে যাঁদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেছেন, তা জেলা সভাপতির নিজের পছন্দের। এর সঙ্গে দলের প্রস্তাবিত তালিকার কোনও মিল নেই। তাঁর কথায়, জেলা সভাপতির ঘোষিত কমিটি বহাল থাকলে কোচবিহারে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তাই নতুন করে তৃণমূলের পুরনো সদস্যদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কোচবিহার পৌরসভার প্রশাসকের এই কমিটি ঘোষণার পরেই কোচবিহার শহরে তৃণমূলের অন্দরমহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কোন মন্তব্য করতে চাননি।
নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠীকোন্দল বাড়ছে কোচবিহার জেলায়। 15 ডিসেম্বর কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে জায়গা না পেয়ে পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ভূষণ সিং। তারপর থেকেই বিভিন্ন সময়ে জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছেন পৌরসভার এই প্রশাসক। এরপরে শুক্রবার পালটা কমিটি ঘোষণা করায় কোচবিহার জেলা তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম আকার নিল বলে রাজনৈতিক মহলের ধারণা।