কোচবিহার, 2 এপ্রিল: রেশনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আসরে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ দুপুরে নাটাবাড়ি এলাকার একাধিক রেশন দোকান ঘুরে দেখেন তিনি। গ্রাহকরা সেখানে ঠিকঠাক রেশন পাচ্ছেন কিনা, কোনও অভাব-অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন রবীন্দ্রনাথবাবু। পরে জানান, সব ঠিক আছে । আগামী কয়েকদিন জেলার অন্য এলাকাও ঘুরে দেখবেন তিনি।
"সব ঠিকই আছে", রেশন দোকান ঘুরে মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর - খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
কোচবিহার জেলার একাধিক এলাকা থেকে রেশন বিলি নিয়ে নানারকম অভিযোগ আসতে শুরু করে। আজ তা খতিয়ে দেখতে একাধিক রেশন দোকান ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।
!["সব ঠিকই আছে", রেশন দোকান ঘুরে মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর Complaint on ration shops](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6633541-603-6633541-1585825521444.jpg)
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ছয় মাসের রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চাল, গম ও আটা দেওয়া হচ্ছে। বুধবার সকালে রেশন দেওয়া শুরু হতেই কোচবিহার জেলার একাধিক এলাকা থেকে নানারকম অভিযোগ আসতে শুরু করে। কোথাও খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ, কোথাও কার্ড না থাকা সত্ত্বেও রেশন নিতে ভিড় জমান গ্রাহকরা । এবং তা নিয়ে গোলমাল বাধে। এছাড়াও লাইনে সামাজিক দূরত্বও অনেকে মানেননি । এই পরিস্থিতিতেই নাটাবাড়ি এলাকার একাধিক রেশন দোকান ঘুরে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
তিনি বলেন, "গতকাল থেকে রেশন দেওয়া শুরু হয়েছে। সবাই সামাজিক দূরত্ব মেনে ঠিকঠাক রেশন পাচ্ছেন কি না তা দেখলাম। সব ঠিকই আছে।"