পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি নির্দেশ সত্ত্বেও বন্ধ থাকছে কোচবিহারের সব ধর্মীয় স্থান - coachbihar

কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় কোচবিহার জেলা প্রশাসন বন্ধ রাখছে মন্দির এবং মসজ়িদের দরজা ৷

coachbihar
কোচবিহার

By

Published : Jun 1, 2020, 11:15 AM IST

কোচবিহার, 1 জুন : রাজ্য সরকারের দেওয়া নির্দেশে সোমবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দির ও মসজ়িদ ৷ তবে কোচবিহারের জেলা প্রশাসন সরকারের এই নির্দেশে সম্মতি দেয়নি ৷ ফলে কার্যত বন্ধ থাকছে কোচবিহারের মন্দির ও মসজ়িদ । এক সপ্তাহ পর সবকিছু দেখে তারপর নেওয়া হতে পারে মন্দির বা মসজ়িদ খোলার সিদ্ধান্ত । জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে জেলাপ্রশাসন।

কোরোনা মোকাবিলায় লকডাউন শুরু হতেই বিভিন্ন মন্দির, মসজ়িদ বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ বাদ পড়েনি কোচবিহার জেলাও। কোচবিহারের রাজাদের আমলে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন মদনমোহন মন্দির এই প্রথমবার ভক্তদের জন্য বন্ধ ছিল। তবে , সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সোমবার থেকে রাজ‍্যে্র সমস্ত ধর্মীয় স্থান খুলে দেওয়া হবে। সেই মোতাবেক আজ থেকেই খুলে যাওয়ার কথা জেলার শতবর্ষ প্রাচীন মদনমোহন মন্দির সহ সমস্ত ধর্মীয় স্থান । কিন্তু গত ২ দিনে জেলায় যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা মিলছে তাতে জেলা প্রশাসন "ধীরে চলো" নীতি নিতে চাইছে । আর তাই আজ সোমবার থেকে জেলায় ধর্মীয় স্থান খুলছে না।

ভক্তদের জন্য বন্ধ থাকছে শতাব্দী প্রাচীন মদনমোহন মন্দিরের দরজাও ৷

বিষয়টি নিয়ে , কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "আজ থেকে জেলায় কোনও ধর্মীয় স্থান খুলছে না। এক সপ্তাহ বাদে এগুলি খোলা হবে।"

ABOUT THE AUTHOR

...view details