পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুঝিয়ে কাজ হয়নি, জমায়েত দেখলেই ফের লাঠি নিয়ে তাড়া পুলিশের - coachbehar

আজ সকাল থেকেই কোচবিহার জেলা পুলিশকে দেখা গেল আগের রূপে । উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখলেই লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গেল তাদের ।

পুলিশঃ
পুলিশঃ

By

Published : Apr 3, 2020, 6:45 PM IST

কোচবিহার, 3 এপ্রিল: উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখলেই হাতে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ । যদিও মারধরের পরিবর্তে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে । ফের কোচবিহারে ধরা পড়ল এই ছবি । পুলিশের বক্তব্য, লকডাউন নিয়ে একাধিকবার সচেতন করা হয়েছে । কিন্তু কোনও কাজ হয়নি ।

লকডাউন জারির পর পুলিশ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করছে এমন ছবি বারবার দেখা গিয়েছে । কোচবিহারেও এই ছবি একাধিকবার দেখা গিয়েছে । কয়েকটি ক্ষেত্রে সমালোচনার মুখেও পড়েছে পুলিশ । এরপর কিছুটা হলেও নরম হয় পুলিশ । মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা । কিন্তু ভালো কথায় কাজ না হওয়ায় ফের কড়া হতে বাধ্য হচ্ছেন পুলিশ কর্মীরা । যদিও লাঠি নিয়ে শুধু ভয় দেখানো হচ্ছে । তাতেই কাজ হয়েছে অনেকটা ।

আজ সকাল থেকে কোচবিহার শহর সংলগ্ন শুনশুনি বাজার এলাকায় জমায়েতের অভিযোগ পেতেই পৌঁছায় পুলিশ । সঙ্গে সঙ্গে পুলিশের ভয়ে ভিড় হালকা হয়ে যায় । পুলিশকর্মীদের লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছে । পাশাপাশি মরাপোড়া চৌপথি, খাগড়াবাড়ি এলাকায় প্রবেশের মুখে পিকেটিং করতে দেখা যায় কোচবিহার থানার IC সৌম্যজিৎ রায়কে । বাজার এলাকায় পুলিশ টহল দেয় ।

কোচবিহার থানার IC সৌম্যজিৎ রায় বলেন, "মানুষকে অনেক বুঝিয়েও কাজ হচ্ছে না । তাই আবার রাস্তায় নেমেছি । তবে কাউকেই মারধর করা হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details