পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mathabhanga Clash two groups: রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত 7 - Mathabhanga Clash two groups

মাথাভাঙ্গা 1 নং ব্লকের হাজরা হাট 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়ি এলাকায় 100 দিনের প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় (Mathabhanga Clash two groups) ৷ আহত হয় 7 জন ৷

Mathabhanga Clash two groups
রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

By

Published : Apr 27, 2022, 10:31 PM IST

কোচবিহার, 27 এপ্রিল : 100 দিনের প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা (Mathabhanga Clash two groups) ৷ ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 1 নং ব্লকের হাজরা হাট 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়ি এলাকায়। সংঘর্ষে আহত দুই পক্ষের অন্তত সাত জন। আহতরা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আলিয়া হোসেনের অভিযোগ, বুধবার সকালে ওই এলাকায় রাস্তার কাজ শুরু হলে প্রতিবেশী রেজোয়ান মিয়াঁ ও তাঁর দলবল জোর করে আটকে দেয়। এনিয়ে ঝামেলা বাধে। প্রতিবাদ করলে লোহার রড, বাটাম দিয়ে মারধর করে। এর ফলে তাঁদের পরিবারের চার জন আহত হয়েছেন। অপরপক্ষ অবশ্য দাবি করে, আগে রাস্তা তৈরির কাজে দুর্নীতি হয়েছে। পুরোনো সুপারভাইজার বাদ দিয়ে নতুন সুপারভাইজারদের দিয়ে কাজ করাতে গেলে বুধবার ঝামেলা বাধে। তারপর মারধর করা হয় ৷

100 দিনের প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত আলিয়া হোসেন

আরও পড়ুন :100 দিনের কাজে দীর্ঘ বকেয়া, শাসক-বিরোধী চাপানউতোর

কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হামিদুল হক বলেন, "এদিন খলিল মিয়াঁর বাড়ি থেকে এক্কাদুলের বাড়ি পর্যন্ত কাজ শুরু করেছে, সেখানে স্কিমের বাইরে কাজ করছে, তখন রাস্তার কাজ নিয়ে দুটি পরিবারের সদস্যদের নিয়ে মারধর করে। আমাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details