কোচবিহার, ২ এপ্রিল : দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। সংঘর্ষের জেরে আহত হয়েছে দু'পক্ষের পাঁচ জন। খবর পেয়ে ঘটনাস্থানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। BJP কর্মীরা তাদের ঘিরেও বিক্ষোভ দেখায়।
তুফানগঞ্জে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ - bjp
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ।
![তুফানগঞ্জে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2875195-481-209a2b9e-65a7-41c2-9ecf-5107fb4b6780.jpg)
তৃণমূল-BJP সংঘর্ষ
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা
নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহারে। গতকাল BJP কর্মীরা তুফানগঞ্জের তিন নম্বর ওয়ার্ডে পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। একাধিক মোটরবাইকেও ভাঙচুর করা হয়।
BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিল। তৃণমূল হামলা চালায়।" অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন অনন্ত বর্মা বলেন, "BJP কর্মীরা আমাদের কর্মীদের উপর হামলা চালায়।"