পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী - মাথাভাঙা

মথাভাঙায় আজ তৃণমূলের সভায় যোগ দিতে যান খাদিজা খাতুনের পরিবারের সদস্যরা । অভিযোগ, সেই সময় BJP-র লোকজন এসে তাঁর বাড়িতে হামলা চালায় ।

political clash at Mathabhanga
তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা

By

Published : Nov 22, 2020, 6:55 PM IST

মাথাভাঙা, 22 নভেম্বর : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা থানার অধীন বালাসি গ্রাম । ঘটনায় জলিল মিয়াঁ নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন । দু'পক্ষ একে অপরকে দায়ি করেছে ।

স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য খাদিজা খাতুনের অভিযোগ, "মাথাভাঙায় আমরা দলীয় সভায় যোগ দিতে গেছিল । বাড়িতে আমি একা ছিলাম । সেইসময় BJP-র লোকজন এসে বাড়িতে হামলা চালায় । প্রতিবেশি জলিল মিয়াঁ বাধা দেওয়ায় তাঁর উপর হামলা চালায় ওরা । গুলি চালিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে । আমি এর বিচার চাই ।" আহত ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ।

ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছে BJP । দলের জেলা সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, "এটা তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব । গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে বিপিন গোষ্ঠী ও সর্বানন্দ গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে । এখানে BJP-র কোনও ভূমিকা নেই । তৃণমূল এখন গোলা-বারুদের রাজনীতি করছে ।" ঘটনার পর থেকে থমথমে বালাসি গ্রাম । পুলিশি টহল চলছে ।

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা

ABOUT THE AUTHOR

...view details