কোচবিহার, 7 নভেম্বর:জাতীয় সিনিয়র উশু চ্যাম্পিয়নশিপে (Wushu Championships) রুপো জেতেন কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির বিশ্বজিৎ রায় । গত 2 নভেম্বর জম্মু-কাশ্মীরে 31 তম জাতীয় সিনিয়র উশু চ্যাম্পিয়নশিপ হয় । সেখানে নান কুয়ান বিভাগে রুপো জয়ী হন বিশ্বজিৎ ।
অত্যন্ত দরিদ্র পরিবারের বিশ্বজিৎ জেলা ও রাজ্য স্তরে একাধিক চ্যাম্পিয়নশিপে সোনা জয় করার পরও সংসারের হাল ধরতে টোটো চালাতেন । পরবর্তী কালে কোচবিহার জেলা পুলিশ তাঁকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেয় । বর্তমানে মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানায় সিভিক পদে কর্মরত রয়েছেন তিনি । জাতীয় স্তরে তাঁর সাফল্যে উচ্ছ্বসিত কোচবিহারের জেলা পুলিশ । রবিবার কুচলিবাড়ি থানায় বিশ্বজিৎকে সংবর্ধনা দেওয়া হয় । ওসি কাজল দাস, পুলিশ কর্তা বিপুল চৌধুরী-সহ অনেকে তাঁকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেন ৷