পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি বিবাদের জের, কোচবিহারে ব্যক্তিকে খুনের অভিযোগ - কোচবিহার

কোচবিহারের চিলকিরহাটে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। জমি বিবাদের জেরেই এই খুন বলে জানা গেছে ।

p
ছবি

By

Published : Feb 27, 2020, 9:05 PM IST

কোচবিহার , 27 ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুদের বিরুদ্ধে । কোচবিহার ১ নম্বর ব্লকের চিলকিরহাট এলাকার ঘটনা। মৃতের নাম তরুণ রায় (42) ।

মৃতের পরিবারের অভিযোগ, গতরাতে ভাগ্নির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তরুণবাবু ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার মনিরুল মিঞা সহ সাত থেকে আট জন তাঁর উপর হামলা চালায় । এরপর মনিরুল ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

দেখুন ভিডিয়ো

পরে কোচবিহার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মনিরুল মিঞা, তার বাবা এবং মা মতিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details