পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে সিআইডি-র ফরেনসিক দল - শীতলকুচি

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে এল সিআইডি (CID)-র ফরেনসিক দল ৷ সোমবার আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে বিজেপির দাবি, সত্য উদঘাটনে সিআইডি নয়, শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত করুক সিআইডি ৷

CID forensic team at sitalkuchi for investigation
গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে CID-র ফরেনসিক দল

By

Published : Jun 7, 2021, 7:25 PM IST

কোচবিহার, 7 জুন :সিআইডি নয়, কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত করুক সিবিআই ৷ তাহলে সত্য ঘটনা উদ্ধার হবে ৷ সোমবার এমনই দাবি করল বিজেপি ৷ উল্লেখ্য, এদিনই এই ঘটনার তদন্তে শীতলকুচিতে আসে সিআইডি-র ফরেনসিক দল ৷

বিজেপির কোচবিহারের জেলা সভানেত্রী মালতি রাভা এই প্রসঙ্গে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উসকানিমূলক ভাষণের কারণেই শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা করা হয়েছিল ৷ আর এর জেরেই তারা গুলি চালাতে বাধ্য হয়েছিল ৷ সিআইডি তদন্ত করলেই গোটা ঘটনা পরিষ্কার হয়ে যাবে ৷’’

যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, ‘‘রাজ্য সরকার সিআইডি-কে দিয়ে যে তদন্ত করাচ্ছে, সেটাতেই আসল ঘটনা উদ্ধার হবে ৷’’

উল্লেখ্য, গত 10 এপ্রিল চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে গুলি চলে ৷ এই ঘটনায় মৃত্যু হয় চার গ্রামবাসীর ৷ তাদের গুলিতেই যে চারজনের মৃত্য়ু হয়েছে, সে কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ যদিও তাদের দাবি, আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করতে হয়েছে তাদের ৷

আরও পড়ুন :শীতলকুচি গুলি-কাণ্ডে ডিজিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

এদিকে, রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই এই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেয় রাজ্য সরকার ৷ সোমবার সেই ঘটনার তদন্ত করতে আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে আসে সিআইডি-র ফরেনসিক দল ৷ যদিও ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি ৷ বিজেপি নেতৃত্বের দাবি, শীতলকুচি গুলিকাণ্ডের পাশাপাশি নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে রাজ্যে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ৷ সব ঘটনারই সিবিআই তদন্ত করলে আসল রহস্য উদঘাটিত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details