কোচবিহার, 7 জুন : 10 এপ্রিল । শনিবার । স্তব্ধ, নিস্তেজ হয়ে গিয়েছিল শীতলকুচির বাতাস । কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের । সেদিন চারিদিকে ছিল শুধু কান্নার শব্দ আর হাহাকার এরপর অনেক জল গড়িয়েছে । রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে । কেন গুলি চলল ? কী এমন হয়েছিল সেখানে যে গুলি চালাতে হল ? যার স্পষ্ট উত্তর আজও আসেনি ।
শীতলকুচি কাণ্ড তদন্তের দায়িত্ব আসে সিআইডির উপর । শুরু হয় তদন্ত প্রক্রিয়া । আজ ঘটনাস্থল পরিদর্শনে আসছে ব্যালেস্টিক টিম । সিআইডির (CID) তিন সদস্যের ফরেন্সিক দল আসছেন । বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচির জোরপাটকি এলাকায় 5/126 নং বুথ লক্ষ্য করে ঠিক কী ধরনের গুলি চলেছিল, তার নমুনা সংগ্রহ করবেন ব্যালেস্টিক টিমের সদস্যরা ।