কোচবিহার, 29 জুলাই: মাথাভাঙায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর ৷ আশঙ্কাজনক আরও দু'জন ৷ মঙ্গলবার সন্ধ্যায় মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের শিকারপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷
মাথাভাঙায় দুর্ঘটনায় মৃত্যু শিশুর, আশঙ্কাজনক 2 - মাথাভাঙ্গায় দুর্ঘটনায় মৃত্যু শিশুর
মাথাভাঙায় বালির ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু শিশুর ৷ আহত আরও দুই ।
বালি ভরতি একটি ট্রাক শিকারপুর থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল ৷ উলটো দিক থেকে আসছিল একটি স্কুটি ৷ স্কুটিতে শিশু সহ তিনজন ছিল ৷ ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয় ৷ শিশু সহ তিনজন গুরুতর আহত হয় ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শিশুটির মৃত্যু হয়েছে ৷ ওই হাসপাতালেই অন্য দু'জনের চিকিত্সা চলছে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালির ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায় ৷ পরে ঘটনাস্থানে আসে মাথাভাঙা থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷