কোচবিহার, 14 অগস্ট: কোচবিহারে আইএনটিটিইউসি-র জেলা কার্যালায় উদ্বোধনে গোষ্ঠী কোন্দলের ছায়া ৷ শনিবার দুপুরে শ্রমিক সংগঠনের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন তৃণমূল নেতা উপস্থিত থাকলেও ছিলেন না অধিকাংশ প্রথমসারির নেতা (Local TMC Leaders absent at INTTUC Party Office Inauguration Ceremony) ৷ অনুপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, প্রবীণ নেতা নিরঞ্জন দত্ত প্রমুখ। আর এই ঘটনায় জোর বিতর্ক দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে।
এদিন আইএনটিটিইউসি-র কোচবিহার জেলা কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মণ বলেন, "সংগঠনের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সমস্ত পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেউ এসেছেন, কেউ আসেননি ৷ প্রসঙ্গত, কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । আর এই কোন্দলের জেরে গত তিন বছরে বেশ কয়েকজন জেলা সভাপতি বদল করা হয় ৷ তবু কোন্দল থামার কোনও লক্ষ্মণ নেই।