কোচবিহার, 14 এপ্রিল : প্রায় 2 বছর বন্ধ থাকার পর ফের যাত্রীদের জন্য খুলে গেল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (Re-Open Changrabandha Immigration)। কোভিডের কারণে 2020 সালের মার্চ মাস থেকে রাজ্যের অন্যান্য সীমান্তের চেকপোস্টগুলির মতো চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।
চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেক পয়েন্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ ছিল। মাঝে একবার চেকপোস্ট খোলার কথা থাকলেও শেষ অবধি কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত না পাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। চেকপোস্ট খোলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নির্দেশ আসার পরেই বুধবার বিকেল থেকে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত শুরু করেন। চেকপোস্ট খুলে যাওয়ার খবরে খুশি এলাকার বাসিন্দারাও। কারণ, চেকপোস্ট বন্ধ থাকার প্রভাব পড়েছিল অর্থনৈতিক অবস্থার উপরেও।