কলকাতা, ২১ মার্চ:কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) উপর হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ । কিন্তু কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলাকালীন সে বিষয়টি বেমালুম চেপে গিয়েছে রাজ্য সরকার ৷ জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার তথ্য গোপনের অভিযোগ তুলল কেন্দ্র । পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর অভিযোগ, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে হামলার ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে রাজ্যের শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে রিপোর্টে তারও কিছুই উল্লেখ করা হয়নি ৷ শুধু দায়সারা রিপোর্ট দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী ।
মঙ্গলবার মামলার শুনানিতে মন্ত্রীর পক্ষে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "বিজেপি সমর্থকরা যখন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানিয়ে নিয়ে আসছিল তখনই সেখানে শাসকদলের লোকদের জমায়েত ছিল । সেখানে রাজ্য পুলিশও উপস্থিত ছিল । নিশীথ প্রামাণিক পৌঁছনোর পর থেকেই পাথর ছোড়া শুরু হয় ।" এ ঘটনার জন্য সরাসরি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দিকে আঙুল তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী ৷ আদালতে তিনি বলেন, "উদয়ন গুহ'র নির্দেশে সেখানে জমায়েত করেছিল শাসক দল। নিশীথ প্রামাণিকের গতিবিধি আটকানোর জন্যই এই জমায়েত করা হয়েছিল ।" একইসঙ্গে, সরাসরি পুলিশের দিকে আঙুল তুলে আইনজীবী অভিযোগ করেন, পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী সওয়ালে বলেন, "নিশীথ প্রামাণিকের উপর হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তাঁর উপর আক্রমণ হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে আটকানো, ভয় দেখানো অনেক সহজ হবে ৷" এলাকার সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে উল্লেখ করে তিনি বলেন, "দিনহাটা অত্যন্ত ছোট একটা জায়গা । একজন মন্ত্রীর নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কী অবস্থায় তা সহজেই অনুমেয় ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর সাব ইনসপেক্টর অজয় রায় গত 27 ফেব্রুয়ারি এই ঘটনার পরই স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন ৷ মন্ত্রীর কনভয়ে হামলা, গাড়ির কাঁচ ভাঙা, গুলি চালানো, লাঠি নিয়ে আক্রমণ করা এসব কিছুই অভিযোগে জানানো হয় । আইনজীবী এদিন আদালতে দাবি করেন,"অত্যন্ত পরিকল্পনা করে এই আক্রমণ চালানো হয়েছিল । যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি । নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের থাকলেও তারা তা দিতে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে ।"