চ্যাংরাবান্ধা, 12 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকায় বাণিজ্যের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে উদ্যোগী হল কেন্দ্র ও রাজ্যের সরকার ৷ পশ্চিমবঙ্গে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যকেন্দ্র ৷ এখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে ৷ ভুটানও কাছে ৷ দু'দেশের বাণিজ্যের সংযোগকারী পথ বলা যায় মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধাকে ৷ অথচ দীর্ঘ দিন ধরে ব্যবসা-বাণিজ্যের উপযোগী সুযোগ-সুবিধে নেই এখানে ৷
সূত্রের খবর, বাণিজ্যিক পরিকাঠামো গড়া এবং উন্নয়নের জন্য মোদির নেতৃত্বে এনডিএ সরকার এবং তৃণমূল সরকার- দুই তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ আন্তজার্তিক মানের ট্র্যাক টার্মিনাস গড়তে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার কাছে জমি চিহ্নিত করা হয়েছে ৷ দ্রুত এই জমিতে পরিকাঠামো গড়ার কাজ আরম্ভ হতে পারে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবান্নের নির্দেশে এইসব বিষয়ে খোঁজখবর নিতে শনিবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করে প্রশাসনিক কর্তারা ।
পরিদর্শনে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সিরাজ দানেশ্বর, মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট অরূপকুমার সাহা, মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত, বিএলএলআরও সুজন রায় । এদিন ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক ৷ পরিকাঠামো গড়ার জন্য চিহ্নিত জমিতেও যান তাঁরা ৷ বাণিজ্য কেন্দ্র এলাকায় যে সব পরিকাঠামো তৈরির কথা রয়েছে, তা নিয়ে অতিরিক্ত জেলাশাসক, ভূমি দফতর এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নেওয়া ও জমি দেখেন তাঁরা ৷