কোচবিহার, 28 অক্টোবর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অর্ধেক বুথে থাকছে সিসিটিভি ৷ কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি ৫১টি বুথকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ এছাড়া ১০২টি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে।।
কমিশন সূত্রে জানা গিয়েছে শনিবার ৩০ শে অক্টোবর রাজ্যের অন্য তিনটি বিধানসভার সঙ্গে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচার শেষ হয়ে গিয়েছে ৷ এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮০ জন। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই বিধানসভা কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হয়েছে।
প্রচারের শেষবেলায় দিনহাটার তৃণমূল ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করে বিজেপি ৷ মঙ্গলবার দিনহাটায় প্রচারে এসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, "তৃণমূল দিনহাটাতে ভয়ের পরিবেশ কায়েম করেছে ৷ নির্বাচন পরবর্তী সন্ত্রাস করেছে তৃণমূলের গুণ্ডাবাহিনী ৷ যিনি নেতৃত্বে ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তাঁর জন্য কিছু লোক ভয়ে সামনে আসতে ভয় পাচ্ছেন । কিন্তু সাধারণ মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারেন তবে আমি নিশ্চিত বিজেপি জয়ী হবে ।" নির্বাচনী প্রচারে নিউ কোচবিহার রেলস্টেশনে এসে নাম না-করে এভাবেই উদয়ন গুহকে একহাত নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷