কোচবিহার, 19 ফেব্রুয়ারি:জলপাইগুড়ি সরকারি হোমে মৃত নাবালকের দেহ কবর থেকে তুলল সিবিআই (CBI) ৷ গত 15 ডিসেম্বর জলপাইগুড়ি কোরক হোমে কোচবিহারের টাপুরহাটের ওই যুবকের মৃত্যু হয় । নবালকের পরিবারদের অভিযোগ ছিল, হোমে তাকে খুন করা হয়েছে । এরপরই তারা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয় । এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় । সেই ঘটনার তদন্তে আসে সিবিআই ৷ রবিবার টাপুরহাটে তার বাড়ির পাশের কবর থেকে সেই দেহ তোলা হয় । এরপর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য দেহটি ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত 2021 সালের অগস্ট মাসে গাজা পাচার কাণ্ডে (NDPS) ধরা পড়ে লাবু ইসলাম । সেসময় নাবালক হওয়ায় তাকে জলপাইগুড়ি কোরক হোমে পাঠানো হয় । বছর দেড়েক সেখানে ছিল সে । এরপর গত 15 ডিসেম্বর সরকারি হোমে তার অস্বাভাবিক মৃত্যু হয় । হোমের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । পুলিশ রিপোর্টে জানিয়েছিল, লাবু ইসলাম আত্মহত্যা করেছে । ঘটনার পর মৃত নিয়ে যুবকের পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হয় । কারণ লাবু ইসলামের বয়স 17 হলেও ময়নাতদন্তে তার বয়সের উল্লেখ রয়েছে 34 । ফলে এই লাবু ইসলাম তাদের পরিবারের সদস্য কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে ।