পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুকুল-রাহুলের নাম করে  চাকরির প্রতারণা চক্র কোচবিহারে

মুকুল রায় ও রাহুল সিনহার নাম ব্যবহার করে চাকরি দেওয়ার প্রতারণায় কয়েক কোটি টাকা তোলার অভিযোগ লেখা হল কোচবিহারের পুণ্ডিবাড়ি থানায় ৷

Job fraud case is happened in Cooch Behar
চাকরির প্রতারণা চক্র কোচবিহারে

By

Published : Feb 28, 2020, 7:31 PM IST

Updated : Feb 28, 2020, 7:53 PM IST

কোচবিহার, 28 ফেব্রুয়ারি : মুকুল রায় ও রাহুল সিনহার সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে ৷ এভাবেই চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ উঠল কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকার এক BJP নেতার বিরুদ্ধে ৷ ওই নেতার নাম সুজিত দাস ৷ দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় অবশেষে আজ সকালে ওই যুবকেরা অভিযুক্ত ব্যাক্তির কাছে টাকা চাইতে গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ এরপর অভিযোগকারীরা পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে ৷

জানা গিয়েছে, গত কয়েক বছরে রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের পাশাপাশি গ্রুপ C ও গ্রুপ D এবং কেন্দ্রীয় সরকারের রেল সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে ডাওয়াগুড়ি, ঘুঘুমারি, সিতাই, দিনহাটাসহ কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা তোলে পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক সুজিত দাস ৷ বিভিন্ন দপ্তর থেকে নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগকারীরা জানায় ৷ এমনকী, তাদের বিভিন্ন জায়গায় ট্রেনিংও করানো হয় ৷ কিন্তু চাকরিতে যোগ দিতে পারছিলেন না ওই চাকরি প্রার্থীরা ৷ সম্প্রতি তাঁরা বুঝতে পারেন প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন ৷ এরপর তাঁরা টাকা চাইলে বাহানা দেওয়া হয় ৷ আজ 15-20 জন ওই BJP নেতার বাড়িতে গেলে তাঁদের হুমকি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷

ঘুঘুমারির বাসিন্দা বিদ্যুৎ ঘোষ বলেন, ‘‘রেলে চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে 10.5 লাখ টাকা নিয়েছে ৷ এর মধ্যে দেড় লাখ টাকা চেকে দেওয়া হয়েছে ৷ বাকিটা নগদে দেওয়া হয়েছে ৷ এখন টাকা চাইতে গেলে আমাদের মারধর করা হচ্ছে ৷’’

চাকরির প্রতারণা চক্র কোচবিহারে

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যদিও অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ওই ব্য়ক্তিকে 6 মাস আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ৷

Last Updated : Feb 28, 2020, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details