কোচবিহার, 12 মে :বিধানসভা ভোটের চতুর্থ দফায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন ৷ যা নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি ৷ এর রেশ চলেছে গত একবছর ধরে ৷ একবছর পরে ফের অশান্ত শীতলকুচি ৷ গোসাইরহাট বাজার এলাকায় বুধবার রাত 11টা নাগাদ এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (Sitalkuchi Firing) ৷
ওই বাজার এলাকার একটি মুদির দোকানের মালিকের কাছ থেকে তোলা চায় অপরিচিত কয়েকজন যুবক ৷ প্রণয় দেবনাথ নামের ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷