পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারের কলাকাটায় খুন মাছ ব্যবসায়ী, অভিযুক্তকে মারধর - মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ

বচসার জের । কোচবিহারের কলাকাটা বাজারে এক মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ পরে অভিযুক্তকে মারধর করেন স্থানীয় ব্যবসায়ীরা ৷

fish trader killed by his friend
কোচবিহার

By

Published : May 31, 2020, 8:43 PM IST

কোচবিহার, 31 মে: মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে । কোচবিহার 1 ব্লকের কলাকাটার চারাপোনা বাজার সংলগ্ন এলাকার ঘটনা । পরে খুনে অভিযুক্ত যুবককে মারধর করেন এলাকার বাসিন্দারা ৷ পুলিশ তাঁকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷

মৃতের নাম প্রীতম দত্ত। পেশায় মাছ ব্যবসায়ী ৷ কোচবিহার 1 ব্লকের কলাকাটা বাজারে প্রতিদিনই চারাপোনার মাছের বাজার বসে থাকে । আজ সেখানেই ব্যবসার কাজে এসেছিলেন দুই বন্ধু প্রীতম দত্ত ও রিপন দে ৷ বিকেলে বাজার শেষে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, এরপরই প্রীতমের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় রিপন দে। ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে প্রীতম ৷

এরপর, বাজারের ব্য়বসায়ীরা অভিযুক্ত রিপন দে-কে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোচবিহার থানার পুলিশ ৷ কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে গেলে প্রীতমকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক গন্ডগোল না কি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কোচবিহার মেডিকেলে কলেজে অভিযুক্তের চিকিৎসা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details