পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে সরকারি বাসচালককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

গতরাতে স্থানীয় কিছু বাসিন্দাদের হাতে আক্রান্ত হন সরকারি বাসের চালক । সরকারি বাসটি খড়িবাড়ি থেকে পরিয়ায়ী শ্রমিকদের নিয়ে কোচবিহার যাচ্ছিল । সেই সময় মাঝ রাতে চেকপোস্টের কাছে বাস থামিয়ে রাতের খাবার খান বাসচালক । শৌচকর্মের জন্য রাস্তার পাশে গেলে, স্থানীয় কিছু ব্যক্তি তাঁকে মারধোর করেন বলে অভিযোগ । এমনকি পিছন দিক থেকে বাসচালকের মাথায় বাঁশ দিয়ে আঘাতও করা হয় ।

cooch behar
cooch behar

By

Published : May 15, 2020, 2:01 PM IST


কোচবিহার , 15মে : কোচবিহারের চ্যাংরাবান্ধার কলসিবান্ধা আন্তজেলা নাকা চেকিং পয়েন্টে বাসের চালক মারধরের অভিযোগ উঠল ৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরছিলেন তিনি । আহত বাসচালককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতরাতে স্থানীয় কিছু বাসিন্দাদের হাতে আক্রান্ত হন সরকারি বাসের চালক । সরকারি বাসটি খড়িবাড়ি থেকে পরিয়ায়ী শ্রমিকদের নিয়ে কোচবিহার যাচ্ছিল । সেই সময় মাঝ রাতে চেকপোস্টের কাছে বাস থামিয়ে রাতের খাবার খান বাসচালক । শৌচকর্মের জন্য রাস্তার পাশে গেলে, স্থানীয় কিছু ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ । এমনকি পিছন দিক থেকে বাসচালকের মাথায় বাঁশ দিয়ে আঘাতও করা হয় ।

জানা গিয়েছে, ঘটনাটি দেখেন অন্যান্য বাস চালকরা ৷ তাঁরাই আহত বাসচালককে উদ্ধার করেন । অভিযুক্তকে ধরে নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের হাতে দেন ।

ঘটনায় খবর পেয়ে, আজ সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই বাসচালককে দেখতে যান মেখলিগঞ্জের বিধায়ক তথা NBSTC ভাইস চেয়ারম্যান অর্ঘ্য রায় প্রধান । আপাতত ওই বাসচালক সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details