পশ্চিমবঙ্গ

west bengal

চ্যাংরাবান্ধা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, গুলি BSF-এর

By

Published : Apr 24, 2020, 12:57 AM IST

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টার অভিযোগ ওঠে কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে ।

Coochbehar
কোচবিহার

কোচবিহার , 23 এপ্রিল : অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে চ্যাংরাবান্ধা সীমান্তে চলল গুলি ৷ বিকেল 5 টা 30 নাগাদ ঘটনাটি ঘটে ৷ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার ঘটনা ।

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টার অভিযোগ ওঠে কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে । এরপর বিষয়টি জানতে পেরে BSF কর্তৃপক্ষ বর্ডারগার্ড বাংলাদেশের কর্তাদের জানান । কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এমনকী , বাংলাদেশের কয়েকজন নাগরিক ভারতীয় সীমান্তের জ়িরো পয়েন্টের কাছাকাছি চলে এসে প্রহরারত BSF জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে । সেই সময় আত্মরক্ষার্থে BSF দুই রাউন্ড গুলি চালায় ৷ গুলি চালানোর বিষয়টি BSF-এর উত্তরবঙ্গের DIG আর আর শর্মা জানিয়েছেন ।

ঘটনাস্থানে পৌঁছান BSF-এর 148নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । মেখলিগঞ্জ থানার OC রাজু সোনার সহ পুলিশকর্মীরাও সেখানে পৌঁছান ।

ABOUT THE AUTHOR

...view details