কোচবিহার, 1 অগাস্ট : বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষককে ফেরাল BSF । ওই কৃষকের নাম জগবন্ধু রায় । বাড়ি মেখলিগঞ্জ থানার কুচলিবাড়িতে ।
গতকাল সকালে জগবন্ধু নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । দফায় দফায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ (BGB)-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয় BSF-এর । বেশ কয়েকঘণ্টা কেটে যাওয়ার পরও জগবন্ধু উদ্ধার না হওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা BSF-র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আত্মরক্ষার তাগিদে লাঠিচার্জ করে BSF । কয়েকজন জখম হন । তাঁদের ভরতি করা হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ।