পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কোচবিহারের কৃষককে ফেরাল BSF - bangladeshi miscreants

গতকাল সকালে জগবন্ধু রায় নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । অপহরণের প্রায় 13 ঘণ্টা পর, গতকাল রাত 10টা নাগাদ BGB জগবন্ধুকে উদ্ধার করে ।

ফাইল ফোটো

By

Published : Aug 1, 2019, 12:34 PM IST

কোচবিহার, 1 অগাস্ট : বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষককে ফেরাল BSF । ওই কৃষকের নাম জগবন্ধু রায় । বাড়ি মেখলিগঞ্জ থানার কুচলিবাড়িতে ।

গতকাল সকালে জগবন্ধু নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । দফায় দফায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ (BGB)-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয় BSF-এর । বেশ কয়েকঘণ্টা কেটে যাওয়ার পরও জগবন্ধু উদ্ধার না হওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা BSF-র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আত্মরক্ষার তাগিদে লাঠিচার্জ করে BSF । কয়েকজন জখম হন । তাঁদের ভরতি করা হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ।

অপহরণের প্রায় 13 ঘণ্টা পর, গতকাল রাত 10টা নাগাদ BGB জগবন্ধুকে উদ্ধার করে । তুলে দেওয়া হয় BSF-এর হাতে । BSF অধিকর্তারা তাঁকে মেডিকেল টেস্টের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

জগবন্ধু ফিরে আসার পরও আতঙ্কে ভুগছেন তাঁর প্রতিবেশীরা । সুমন রায় নামে একজন বলেন, "আমরা অসহায় । এভাবে কাঁটাতারের বেড়া টপকে যদি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় তাহলে চাষ করব কীভাবে ? চাই, পুলিশ, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক ।"

BSF-এর উত্তরবঙ্গের DIG মৃদুল সোনওয়াল বলেন, "পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details