কোচবিহার, ১৬ ফেব্রুয়ারি : ধারালো অস্ত্র দিয়ে BSF জওয়ানকে খুন করল গোরুপাচারকারীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার লালগোলা এলাকায়। মৃত জওয়ানের নাম দেবাশিস রায় সরকার (২৭)। বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায়।
সীমান্তে গোরু পাচার রুখতে গিয়ে শহিদ জওয়ান - cow smuggler
ধারালো অস্ত্র দিয়ে জওয়ানকে খুন করল গোরু পাচারকারীরা। দেবাশিস রায় সরকার নামে ওই জওয়ানের বাড়ি কোচবিহারেই।
![সীমান্তে গোরু পাচার রুখতে গিয়ে শহিদ জওয়ান](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2468888-1108-9d2ab9ae-6305-4acf-a5fd-bde4b6db4130.jpg)
ফোটো সৌজন্য : পিক্সাবে
২০০৭ সালে BSF-এ যোগ দেন দেবাশিস। গত সোমবার তিনি মালদার লালগোলা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে পোস্টিং পান। গতকাল সীমান্তে টহল দেওয়ার সময় গোরু পাচারকারীদের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। সেসময় গোরুপাচারকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর।