পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে গোরু পাচার রুখতে গিয়ে শহিদ জওয়ান - cow smuggler

ধারালো অস্ত্র দিয়ে জওয়ানকে খুন করল গোরু পাচারকারীরা। দেবাশিস রায় সরকার নামে ওই জওয়ানের বাড়ি কোচবিহারেই।

ফোটো সৌজন্য : পিক্সাবে

By

Published : Feb 16, 2019, 6:56 PM IST

কোচবিহার, ১৬ ফেব্রুয়ারি : ধারালো অস্ত্র দিয়ে BSF জওয়ানকে খুন করল গোরুপাচারকারীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার লালগোলা এলাকায়। মৃত জওয়ানের নাম দেবাশিস রায় সরকার (২৭)। বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায়।

২০০৭ সালে BSF-এ যোগ দেন দেবাশিস। গত সোমবার তিনি মালদার লালগোলা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে পোস্টিং পান। গতকাল সীমান্তে টহল দেওয়ার সময় গোরু পাচারকারীদের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। সেসময় গোরুপাচারকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর।

ABOUT THE AUTHOR

...view details