পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi arrested at Coochbihar: কোচবিহারে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 7 বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কোচবিহারের (Coochbihar news) চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে 7 জন বাংলাদেশিকে (Bangladeshi arrested at Coochbihar) গ্রেফতার করল বিএসএফ (BSF foils infiltration bid)৷

bsf-foils-infiltration-bid-arrests-7-bangladeshi-at-coochbihar
কোচবিহারে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 7 বাংলাদেশি

By

Published : Feb 22, 2022, 7:05 PM IST

কোচবিহার, 22 ফেব্রুয়ারি:ভারত-বাংলাদেশের সীমান্ত টপকে অবৈধ ভাবে দেশে অনুপ্রবেশের (BSF foils infiltration bid) অভিযোগে শিশু-সহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (Bangladeshi arrested at Coochbihar)৷ সোমবার কোচবিহার (Coochbihar news) জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাঁদের গ্রেফতার করা হয় ৷

বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে বিএসএফ-এর 148 নং ব্যাটালিয়নের জওয়ানরা এবং কর্মকর্তারা । বিএসএফ সূত্রে খবর, তাদের হাতে ধরা পড়া 7 জন বাংলাদেশির মধ্যে তিনজন শিশু, তিনজন মহিলা এবং একজন পুরুষ আছেন ৷ তাঁরা চোরাপথে সীমান্ত টপকে ভারতে ঢুকেছিলেন ।

আরও পড়ুন:Indo Bangladesh Fencing : উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্তে ' অ্যান্টি কাট ও অ্যান্টি ক্লাইম্ব' ফেন্সিং লাগানোর উদ্যোগ বিএসএফের

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ জানিয়েছে, ধৃতরা বাংলাদেশি ৷ সাত জন একটি বাসে চেপে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন । সেই সময় চ্যাংরাবান্ধা থেকে তাঁদের গ্রেফতার করা হয় । তাঁরা জয়পুর যেতেন বলে জানা গিয়েছে ৷ বিএসএফ কর্তারা জানিয়েছেন, ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে । যদিও এখনও পর্যন্ত যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি বিএসএফ ৷

আরও পড়ুন:Bangladeshi arrested at Swarupnagar : স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 10 বাংলাদেশি

ABOUT THE AUTHOR

...view details