কোচবিহার, 24 জুন : বৃহস্পতিবার বাংলাদেশের পানবাড়ি সীমান্ত চৌকিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়(BSF-BGB Meeting at Tinbigha Border)। দুই দেশের সেক্টর পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা এবং বাংলাদেশের বিজিবির রংপুর সেক্টরের কর্নেল মহম্মদ ইয়াসির জাহান-সহ অন্যান্য কর্মকর্তারা ৷
সূত্রের খবর, দুই দেশের সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয়। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ কোচবিহার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঘটনা ঘটছে ৷ সীমান্ত টপকে অথবা বেশ কিছু খোলা সীমানাকে হাতিয়ার করে অনুপ্রবেশ ও চোরাচালান ঘটনা ঘটছে ৷ কখনও বাংলাদেশ থেকে ভারতে বা কখনও ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে ৷