কোচবিহার, 2 অক্টোবর:দুর্গাপুজোতে ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নজরদারি রাখছে সীমান্ত রক্ষী বাহিনী (Bangladeshis Arrested)। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশের প্রচেষ্টা রুখতে সর্বদা নজর রাখছে বিএসএফ । উৎসবের মরশুমের সুযোগ নিয়ে তিনজন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন ৷ গোপন সূত্র থেকে সে খবর পেয়ে পেয়ে শনিবার রাতে জলপাইগুড়ি সেক্টরের অধীনে 98 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাঁদের আটক করেন (BSF arrests Bangladeshis)৷
বিএসএফ-এর হাতে ধরা পড়া বাংলাদেশি নাগরিকরা হলেন মহম্মদ সাকিল ইসলাম (19), আবদুল হামিদ (27) ও হাসানুজ্জামান (21) ৷ তিন জনের বাড়ি বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম থানার জামগ্রাম এলাকায় ৷
এ দিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয় । বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে করে জানা গিয়েছে যে, কাজের সন্ধানে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেরলের এর্নাকুলাম জেলার পালাক্কাদে চিত্রশিল্পী হিসাবে কাজ করার জন্য যাচ্ছেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তরক্ষী বাহিনী অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও স্থানীয় লোকজনের নাম পেয়েছে ।