কোচবিহার, 3 সেপ্টেম্বর:ভারত থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের (Medicine Smuggling) চেষ্টা ৷ ট্রাকচালক-সহ বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (BSF) ৷ ঘটনাটি ঘটেছে শনিবার ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ট্রাকচালকের নাম অসির আলি ৷ তাঁর বাড়ি অসমের বিলাসিপাড়া এলাকায় ৷ অভিযুক্ত বাংলাদেশির নাম মহম্মদ আব্দুর রহিম ৷ তিনি বাংলাদেশের পাটগ্রাম অঞ্চলের বাসিন্দা ৷
অন্য়ান্য দিনের মতোই শনিবারও কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধা সীমান্তে (Changrabandha Border) টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা ৷ সেই সময়েই বাংলাদেশগামী পাথরবোঝাই ওই ট্রাকটি দেখে সন্দেহ হয় তাঁদের ৷ ট্রাকের চালককে থামতে বলেন জওয়ানরা ৷ এরপর শুরু হয় তল্লাশি ৷ দেখা যায়, ট্রাকের কেবিনে প্রচুর পরিমাণে ওষুধ লুকিয়ে রাখা হয়েছে ৷ ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা বুঝতে পারেন, এই বিপুল পরিমাণ ওষুধ ভারত থেকে কেনা হয়েছিল ৷ তবে, সেগুলি বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য যে নথি থাকা আবশ্যিক, তা ট্রাকচালক দেখাতে পারেননি ৷