কোচবিহার, 14 নভেম্বর: ভাসুরের দেওয়া কুপ্রস্তাবে রাজি না-হওয়ায় ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে মারধর করে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল (Brother's Wife Beaten by Brother-in-Law) ৷ ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটিগাছ এলাকার। ঘটনার বিবরণ জানিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা (Widow Woman)।
নাককাটিগাছ এলাকায় দুই সন্তানকে নিয়ে থাকেন ওই বিধবা মহিলা। তাঁর স্বামী গত 11 বছর আগে মারা গিয়েছেন। সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন ওই মহিলা। ধীরে ধীরে ওই মহিলার স্বামীর বড় ভাইয়ের কু-নজরে পড়তে থাকেন তিনি। তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে স্থাপনের কুপ্রস্তাব দিয়ে থাকে অভিযুক্ত ভাসুর। এমনই অভিযোগ করেন ওই মহিলা। তিনি জানান, ভাসুরের প্রস্তাবে রাজি না-হওয়ায় তাঁকে অত্যাচার করতে থাকে এবং রাতের অন্ধকারে তাঁদের ঘরের দরজায় লাথি মারে ৷
ভাসুরের লালসার থেকে বাঁচতে সন্তানদের নিয়ে বাইরে কাজ করতে যান ওই বিধবা মহিলা । এরপর বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আসবাবপত্র সবই ভাসুর নিয়ে গিয়েছে। এরপর, গ্রামীণ সালিশি সভার দ্বারস্থ হন ওই মহিলা। মহিলার অভিযোগ, তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনে কুপ্রস্তাব ও তাঁর স্বামীর জমি দখলের চেষ্টা করেন ভাসুর। রবিবার ভোররাতে তাঁর ভাসুর ওই মহিলার ঘরে ঢোকে।
মৃত ভাইয়ের স্ত্রীকে মেরে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ভাসুরের অভিযোগ ঘরের পিছনের দিকে তাঁদের জমিতে রসুন লাগাতে যায় ভাসুর, তিনি সেইসময় বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করে। তার কান টেনে ছিড়ে দেয়। তুফানগঞ্জ থানায় ওই মহিলা অভিযোগ করে জানিয়েছেন তাঁর স্বামীর ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর অত্যাচার করা হয়। সোমবার তুফানগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন লিখিত অভিযোগ পেয়ে ঘটনার (Brother's Wife Beaten by Brother-in-Law in Tufanganj) তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত প্রধান শিক্ষক