কোচবিহার, 4 এপ্রিল: কোরানা আতঙ্কে বন্ধ সীমান্ত৷ কিন্তু, দু'দেশে মানুষের যাতায়াত বন্ধ হলেও বৈদেশিক বাণিজ্য আগের মতোই সচল রয়েছে। এই নিয়ে আজ বাংলাদেশ সীমান্ত চ্যাংরাবান্ধায় বিক্ষোভ দেখলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, পণ্যবাহী ট্রাক চালকদের মাধ্যমে কোরোনা সংক্রমণ হতে পারে।
যদিও বৈদেশিক বাণিজ্য বন্ধ করার নির্দেশিকা আসেনি কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে৷ ফলে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি আগের মতোই চলছে৷ তবে গত 22 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সীমান্তে বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ী সংগঠনগুলি নিজে থেকেই । এরপর দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে শনিবার দুপুরে ফের চ্যাংরাবান্ধা সীমান্ত পেরিয়ে বেশ কিছু পণ্যবাহী ট্রাক যেতে শুরু করে বাংলাদেশে৷ স্থানীয় বাসিন্দারা যার বিরোধিতা করেন। তাঁরা বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দিতে চড়াও হন চোকপোস্টে। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁদের৷ সীমান্ত বাণিজ্য বন্ধ করার দাবিতে সার্করোডে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পরে ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷