কোচবিহার, 19 ফেব্রুয়ারি : তৃণমূলের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন উপপ্রধান বীরেন বর্মণের বাড়িতে বোমাবাজি ৷ কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা ৷ ঘটনাস্থানে পুলিশ গিয়ে দু'টি বোমা উদ্ধার করেছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷
গতকাল BJP কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা তুফানগঞ্জ ঘুরে যান ৷ এরপর আজ সকালে বীরেন বর্মণের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ মারধরও করা হয় ওই তৃণমূল নেতাকে ৷ বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর স্ত্রী স্বপ্না বর্মণের অভিযোগ, "BJP-র কর্মীরা আমাদের বাড়িতে বোমা ছোড়ে। একটি বোমা ফাটে ঘরের চালে। দুটো বোমা বাড়ির সামনে রাখা হয় ৷" এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় ৷ তারা গিয়ে বোমা দু'টি উদ্ধার করে ৷