পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির মিছিলে বোমাবাজি, তৃণমূলের কার্যালয় ভাঙচুর ; উত্তপ্ত মাথাভাঙা - তৃণমূলের পার্টি অফিস ভাংচুর

গতকাল বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এই ঘটনার প্রতিবাদে আজ মাথাভাঙা থানা ঘেরাও করেন বিজেপি নেতা-কর্মীরা ৷ তা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।

বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Dec 25, 2020, 7:07 PM IST

কোচবিহার, 25 ডিসেম্বর : জেলা সম্পাদককে লক্ষ্য করে গুলির চালানোর ঘটনার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা ৷ শহরের একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ভাঙচুর করা হয় তৃণমূলের পার্টি অফিসও ৷ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি ৷

গতকাল বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মাথাভাঙার আব্বাস উদ্দিন সেতু সংলগ্ন এলাকায় । এই ঘটনার প্রতিবাদে আজ মাথাভাঙা থানা ঘেরাও করেন বিজেপি নেতা-কর্মীরা ৷

আজ সেই মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । পালটা তৃণমূলের অভিযোগ, মাথাভাঙা শহরে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেন বিজেপি কর্মীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে মাথাভাঙা থানার পুলিশ ।

বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির কোচবিহারের জেলা সভাপতি মালতী রাভা বলেন, গতকাল জেলা সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চলিয়েছে দুষ্কৃতীরা ৷ এরপর প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি করা হয় ৷ সেই কর্মসূচিতে তৃণমূল দুষ্কৃতীরা একাধিকবার বোমাবাজি করেছে ৷

আরও পড়ুন :- নিউ নর্মালে প্রথম বড়দিন; ভিক্টোরিয়া, প্ল্যানেটোরিয়ামে ভিড়

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, "বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরি করছে । তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ৷ বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে "৷

ABOUT THE AUTHOR

...view details