দিনহাটা, 7 মে : তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভেটাগুড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা গ্রামে । বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ভেটাগুড়ি 1নং এর অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ (Bombing On TMC Leader House)। বোমার বিকট শব্দে ওই তৃণমূল নেতার বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায় ।
খবর দেওয়া হয় পুলিশে । দিনহাটা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে । এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ভেটাগুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেন তৃণমূলের নেতা-কর্মীরা ।