পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing On TMC Leader House : দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর - দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজিতে উত্তেজনা

ভেটাগুড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় (Bombing On TMC Leader House) ৷

Bombing On TMC Leader House news
তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

By

Published : May 7, 2022, 10:27 AM IST

দিনহাটা, 7 মে : তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভেটাগুড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা গ্রামে । বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ভেটাগুড়ি 1নং এর অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ (Bombing On TMC Leader House)। বোমার বিকট শব্দে ওই তৃণমূল নেতার বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায় ।

খবর দেওয়া হয় পুলিশে । দিনহাটা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে । এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ভেটাগুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেন তৃণমূলের নেতা-কর্মীরা ।

আরও পড়ুন :নানুরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

ভেটাগুড়ি 1 অঞ্চল সভাপতি অনন্ত বর্মন বলেন, "বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী শান্ত ভেটাগুড়িকে অশান্ত করে তুলছে । এই ঘটনার ধিক্কার জানাই ।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় বলেন, "তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই বোমাবাজির ঘটনা ঘটে ।’’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details