পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing at Dinhata: দিনহাটায় স্কুলে দুষ্কৃতীদের বোমাবাজি, চলল গুলি - কোচবিহারে স্কুলে বোমা বিস্ফোরণ

দিনহাটার স্কুলে বোমাবাজি দুষ্কৃতীদের ৷ পালানোর সময় ভয় দেখাতে স্কুলের গেটে গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে (Bombing and Firing by Miscreant in Dinhata Uttar Dinajpur) ৷ অন্যদিকে, দিনহাটা ভিলেজ 1 এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ পুলিশ দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে ৷

bombing-and-firing-by-miscreant-in-dinhata-uttar-dinajpur
bombing-and-firing-by-miscreant-in-dinhata-uttar-dinajpur

By

Published : Jul 29, 2022, 7:58 PM IST

দিনহাটা, 29 জুলাই: কোচবিহারে স্কুলে বোমা বিস্ফোরণের অভিযোগ (Bombing and Firing by Miscreant in Dinhata Uttar Dinajpur) ৷ বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটার নিগমনগরের নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ে ৷ স্কুলের হস্টেলের মাঠ সংলগ্ন মিড ডে মিলের ঘরের পাশে বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলের পাশেই বাজার থাকায়, বিস্ফোরণের পর হইচই পড়ে যায় ৷ সেই সময় দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ৷ অভিযোগ পালানোর সময় ভয় দেখাতে স্কুলের গেটে একটি গুলি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে, দিনহাটা ভিলেজ-1 এলাকায় মোটরবাইকে করে এসে মনসুর মিঞা নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ ওই ঘটনায় তৃণমূল কর্মী আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ে ঘটনায় বোমার আওয়াজ পেয়ে বাজার থেকে লোকজন স্কুলের দিকে ছুটে আসে ৷ সেই সময় দুষ্কৃতীদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের তাড়া করেন ৷ সেই সময় স্কুলের গেটে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ গুলি চালানোয় স্থানীয়রা আর দুষ্কৃতীদের পিছু নেওয়া বন্ধ করে দেয় ৷ তবে, প্রশ্ন উঠছে স্কুল ক্যাম্পাসের ভিতরে বোমা নিয়ে কী করছিল ওই দুষ্কৃতীরা ? খবর পেয়ে ঘটনাস্থলে যান স্কুল পরিচালন কমিটির সভাপতি সন্তোষ রায় ৷ তিনি জানিয়েছেন, নিগমনগরের মতো শান্ত এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক ৷

আরও পড়ুন:গয়েশপুরে মহিলাদের বচসাকে কেন্দ্র করে বোমাবাজি, গ্রেফতার বহু; আহত 4 পুলিশকর্মী

অন্যদিকে, দিনহাটা ভিলেজ-1 এলাকায় মোটরবাইকে করে এসে মনসুর মিঞা নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ওই ঘটনায় মনসুর মিঞা গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এ নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই বিজেপি গ্রামাঞ্চলে অশান্তি শুরু করেছে ৷ যদিও, বিজেপির দিনহাটা শহরের মন্ডল সভাপতি অজয় রায় পালটা অভিযোগ করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত ৷"

ABOUT THE AUTHOR

...view details