পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বক্সিরহাটে তৃণমূল কার্যালয়ে বোমা উদ্ধার , বিক্ষোভ BJP কর্মীদের - bomb resque

বক্সিরহাটে তৃণমূল কার্যালয়ে বোমা উদ্ধার হতেই বিক্ষোভ BJP কর্মীদের । বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে পুলিশ ।

তৃণমূল কার্যালয়

By

Published : May 28, 2019, 5:19 AM IST

কোচবিহার, 28 মে : কোচবিহারের বক্সিরহাটে তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হল বোমা । খবর পেয়ে BJP কর্মীরা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BJP কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

ভোটপর্ব শেষ হতেই জেলার একাধিক এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে। এরই মধ্যে বক্সিরহাটে তৃণমূল কার্যালয়ে বোমা রয়েছে বলে BJP কর্মীদের কাছে খবর আস । বিষয়টি পুলিশকে জানানো হয় । কিন্তু, তারা আসতে দেরি করে বলে অভিযোগ । তাই কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢোকেন BJP কর্মীরা ।

BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভার অভিযোগ," গতকাল তৃণমূল কার্যালয়ে বোমার মজুত থাকার খবর পুলিশকে দেওয়া হলেও তারা আসতে দেরি করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে । কয়েকজন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়। আমরা এই ঘটনার ধিক্কার জানাই। "

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়ায় যায়নি।

ABOUT THE AUTHOR

...view details