দিনহাটা, ৪ জানুয়ারি : রক্ত সংকটে ভুগছে দিনহাটা মহকুমা হাসপাতাল । হাসপাতালের দেওয়া তথ্য অনুসারে, শনিবার রাত পর্যন্ত দুই ইউনিট করে এ এবং ও পজ়িটিভ গ্রুপের এবং 3 ইউনিট বি পজ়িটিভ গ্রুপের রক্ত ছিল । তবে, বাকি গ্রুপ না থাকায় এবং যেসব গ্রুপ আছে সেগুলি কম থাকায় চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রক্ত সংকটে ভুগছে দিনহাটা মহকুমা হাসপাতাল - হাসপাতালে রক্ত সংকট
রক্তের সংকট । দিনহাটা মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ।
হাসপাতালের সুপার ডাঃ রণজিৎ মণ্ডল জানিয়েছেন, গড়ে প্রতিদিন হাসপাতালে 15-20 ইউনিট রক্তের প্রয়োজন হয় । কিন্তু, হাসপাতালে রক্ত কম রয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে রয়েছে 300 বেড । তার উপরে নির্ভর করে দিনহাটা মহকুমার তিনটি ব্লক । পাশাপাশি কোচবিহার -1 ও তুফানগঞ্জ -1 ব্লকের একটি অংশের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল । দুর্ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক সংঘর্ষ প্রতিনিয়ত ঘটে চলছে সেখানে । ফলে, রোগীর চাপ অনেক বেশি ।
তাই দিনহাটা মহকুমা হাসপাতালে প্রতিদিন 15-20 ইউনিট রক্তের প্রয়োজন হয় । তবে আগে হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক না থাকায় কোচবিহার এমজেএন হাসপাতাল থেকে রক্ত আনা হত। কিন্তু 2018 সালে ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়। গত কয়েকদিন ধরে হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংখ্যা কম থাকায় চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে শিবির করার জন্য ক্লাব ও বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।