পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"মমতাদি ভোট চাইলে বলব মদের লাইসেন্স ফিরিয়ে নিন"

মদের দোকান বন্ধ করার জন্য আজ ১৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। মাথাভাঙা থানার পুলিশ আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন।

road blockade

By

Published : Feb 13, 2019, 8:10 PM IST

কোচবিহার, ১৩ ফেব্রুয়ারি : মদের দোকান বন্ধ করার জন্য আজ ১৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। অবরোধের জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থানে মাথাভাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোচবিহার মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এই এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কের ধারে মদের লাইসেন্স নিয়ে নতুন দোকান চালু করছিলেন এক ব্যক্তি। এলাকার মহিলারা জানতে পারেন, মদের দোকান হচ্ছে। আজ সকালে কয়েকজন মহিলা মিলে সেই দোকান ভাঙচুর করে। বেলা ১২টা থেকে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তিন ঘণ্টা অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থানে আসে মাথাভাঙা থানার পুলিশ। উত্তেজনা এড়াতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, "গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও মদের দোকান আমরা চাই না। তাই আমরা পথ অবরোধ করছি। মমতাদির কাছে আমাদের এটাই অনুরোধ। যদি মমতাদি ভোট চান তাহলে মদের লাইসেন্স যেন ফিরিয়ে নেন।"

মাথাভাঙা থানার পুলিশ লিখিত বয়ানে সই নিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করে যে, ওই এলাকায় কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তারপর অবরোধ তুলে নেন মহিলারা। স্থানীয় বাসিন্দা পরিতোষ বর্মণ বলেন, "এই এলাকায় মদের দোকান হলে সমাজ নষ্ট হবে।"

ABOUT THE AUTHOR

...view details