কোচবিহার, 18 ফেব্রুয়ারি: কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে তিনদিন ধরে চলা রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের ফলে নোংরা আবর্জনা ভরে গিয়েছে রাজবাড়ি চত্বর। বৃহস্পতিবার সকালে সেই রাজবাড়ি ক্যাম্পাস পরিষ্কারে নামল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা।
এদিন সকাল থেকেই যুব মোর্চার কর্মীরা রাজবাড়ি ক্যাম্পাসে সাফাই অভিযানে নামেন। যুব মোর্চা কর্মীদের বক্তব্য, তিনদিনে কোচবিহার তথা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছেন। ফলে রাজবাড়ি কিছুটা নোংরা হয়েছে। তাই নোংরা আবর্জনা পরিষ্কারে নেমেছি।
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রকের উদ্যোগে গত 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব অনুষ্ঠিত হয় কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে। এই উৎসবে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছিল। কেন রাজবাড়ি ক্যাম্পাসে এই অনুষ্ঠান করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে বংশীবদনের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজবাড়ির মূল ফটকের সামনে বিক্ষোভও দেখান।