কোচবিহার, 6 ডিসেম্বর:কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় আমবাড়ি বাজারে বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎকমল সরকারের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি নেতা-কর্মীরা (BJP Workers Protest in Cooch Behar) । সোমবার বিকেলে তুফানগঞ্জের থানা চৌপথি এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা । অবরোধের জেরে বক্সিরহাট-কোচবিহার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ও যানজটের সৃষ্টি হয় ।
বিজেপির অভিযোগ, উদয়ন গুহর উপস্থিতিতে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে । তাঁর গ্রেফতারের দাবিতেই এই অবরোধ । অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয় । এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ সভাপতি পুষ্পেন সরকার, তুফানগঞ্জ নগর মণ্ডলের সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ ।
উদয়নের গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ বিজেপির আরও পড়ুন:দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
বিজেপির জেলা সহ সভাপতি জানান, মন্ত্রী উদয়ন গুহ নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর করিয়েছেন । তাই তাঁর গ্রেফতারের দাবিতে এই অবরোধ । তবে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাই কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেওয়া হয় ৷ পুলিশ প্রশাসন পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলন হবে ।
প্রসঙ্গত, রবিবার রাতে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মিছিল ছিল ৷ সেই মিছিল থেকে বিজেপির (BJP) এক মণ্ডল সভাপতি বিদ্যুৎকমল সরকারের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হন পাঁচজন ৷ এরপরই আমবাড়ি বাজারে বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎকমল সরকারের বাড়িতে ভাঙচুরে করা হয় ৷ মারধর করা হয় বাড়ির সদস্যদেরও ৷ এর পাশাপাশি পাশের বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয় ৷ অভিযোগ, তৃণমূলের পতাকা নিয়ে এসে কিছু লোকজন তাঁদের বাড়ি ভাঙচুর করে এবং মিস্ত্রিদের জন্য 6 হাজার টাকা রাখা ছিল বাড়িতে, সেটিও নিয়ে য়ায় তারা ৷ যদিও তণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷
আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত 5, বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর