পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP supporter harassment : বিজেপি করার অপরাধে একঘরে দুই পরিবার - Mahishkuchi Gram Panchayat

দাদা বিজেপি কর্মী ৷ তাই ভোটের সময় ভাইয়ের টোটোয় বিজেপির পতাকা লাগিয়ে ঘুরেছেন ৷ নির্বাচনের ফল বেরনোর পর কেউ বা কারা টোটোয় তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে যায় ৷ এই নিয়ে বিবাদ শুরু ৷ স্থানীয় তৃণমূল কংগ্রেসের ভয়ে ঘরছাড়া পরিবারের সদস্যরা, নিজের গ্রামেই ঘরবন্দি বাকিরা ৷

তুলসী সিংহ
তুলসী সিংহ

By

Published : Aug 7, 2021, 6:35 PM IST

কোচবিহার, 7 অগস্ট : বিজেপি করার ‘অপরাধে’ দুই পরিবারকে কার্যত সামাজিক বয়কট করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া এলাকায় ৷ অভিযোগ, ওই পরিবার দু'টিকে কার্যত রেশন, বাজারঘাট করতে, বাচ্চাদের প্রাইভেট টিউশনে যেতে এবং পরিবারের অন্য সদস্যদের কাজে যেতে বাধা দেওয়া হচ্ছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের ।

সিংহপাড়া গ্রামের রতন সিংহ বিজেপি কর্মী । বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে তিনি ঘরছাড়া । তার ভাই পেশায় টোটোচালক । পরিবারে রয়েছে স্ত্রী ও দুই সন্তান । দাদা বিজেপি কর্মী হওয়ায় নির্বাচনের সময় ভাইয়ের টোটোতে বিজেপির পতাকা লাগিয়ে টোটো চালানো হয়েছিল । এদিকে নির্বাচনের ফল বেরনোর পর কেউ জোরজবরদস্তি ওই টোটোয় তৃণমূলের পতাকা লাগিয়ে যায় ৷ এ নিয়েই ঝামেলার সূত্রপাত ৷ দুই পরিবারের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয় । দোকান থেকে রেশন আনার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । পরিবারের বহু সদস্য এখনও বাড়ি ফিরতে পারেননি ৷ বাজারে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাঁদের । বাধ্য হয়ে বাড়ির শাকপাতা খেয়ে জীবনধারণ করতে হচ্ছে সকলকে, জানালেন রতন সিংহের স্ত্রী তুলসী । স্থানীয় থানাতে গেলেও তাঁদের অভিযোগ নেওয়া হয়নি বলে জানালেন তিনি । তুলসী সিংহ বলেন, "গত কয়েকমাস ধরে আমাদের চরমকষ্টে দিনযাপন করতে হচ্ছে । পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ।"

আরও পড়ুন : mulahat co-operative : সমিতির টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন চেয়ারম্যান, গ্রেফতার চেয়ে বিক্ষোভে সদস্যরা

এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মহিষকুচি-২ নম্বর অঞ্চল সভাপতি নীহার বড়ুয়া । তাঁর দাবি ওই বিজেপি পরিবার ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে । কে বা কারা টোটোয় তৃণমূলের পতাকা লাগিয়েছিল, তা জানতে তাঁরা বিজেপি কর্মী রতন সিংহের বাড়ি গেলে তাঁদের উপর দা নিয়ে চড়াও হয় রতন সিংহের পরিবারের সদস্যরা ৷ তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি তাঁর ৷

তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন, "কোচবিহার জেলাজুড়ে এ ধরনের ঘটনা ঘটছে । পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । গোটা বিষয়টি কেন্দ্রীয় মানবাধিকার কমিশনে জানানো হয়েছে ।" যদিও বক্সিরহাট থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনও ঘটনার খবর তারা পায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details