কোচবিহার, 3 সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন রামপুরের বিজেপি কর্মী রাখাল দাস । শুক্রবার বাড়িতে ফিরতেই বাড়িতে এসে তাঁকে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে । লজ্জায় ও অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বিজেপি কর্মীর স্ত্রী রুমা দাস ৷ এমনই পরিবারের দাবি (BJP worker wife attempts suicide by eating pesticides) ।
ঘটনাটি বক্সিরহাট থানার তুফানগঞ্জ-2 ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে অসুস্থ অবস্থায় বিজেপি কর্মীর স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ।