কোচবিহার, 4 মে : নির্বাচন চলাকালীন কোচবিহারের মাটিতে রক্ত ঝরেছিল ৷ ভোট মিটলেও তার পরিবর্তন হল না ৷ ভোট পরবর্তী হিংসায় ফের রক্ত ঝরল কোচবিহারে ৷ এবারের ঘটনাস্থল দিনহাটার পেটলা এলাকা ৷ সোমবার সন্ধ্যায় এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর ৷
জানা গিয়েছে, রবিবার ভোট গণনা শেষ হওয়ার পর থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে ৷ এর মধ্যে দিনহাটার পেটলায় রবিবার রাতেই একাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে । সোমবার সন্ধ্যায় পেটলা গ্রাম পঞ্চায়েতের জামাতাবাস গ্রামে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায় । দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে লাঠি, বাটাম, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ঘটনায় মোট 7 জন জখম হয় । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন । সংঘর্ষে গুরুতর জখম বাকি ছয়জনের চিকিৎসা চলছে ৷