পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে বিজেপি কর্মীর বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির বুথ সভাপতি ও তাঁর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো, বাড়ি-দোকান ভাঙচুর করে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের ঘুঘুমারি এলাকার ঘটনা । অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য-সহ তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে ।

কোচবিহারের ঘুঘুমারিতে এক বিজেপি কর্মীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
কোচবিহারের ঘুঘুমারিতে এক বিজেপি কর্মীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Jul 4, 2021, 7:02 PM IST

কোচবিহার, ৪ জুলাই : শনিবার রাতে কোচবিহারের ঘুঘুমারিতে এক বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায় ও বাড়ি-দোকান ভাঙচুর করে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী । অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূলের । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পানিশালা অঞ্চলের ১৭১ নম্বর বুথ বিজেপি সভাপতি দিলীপ পালের ঘুঘুমারি এলাকায় দোকান রয়েছে । দোকানের পেছনেই তাঁর বাড়ি । শনিবার রাতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য-সহ বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তাঁর ছোট্ট ছেলে ও তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ভাঙচুর করে কয়েক লক্ষ টাকার জিনিস লুঠপাট করে নিয়ে যায় বলেও অভিযোগ ।

এছাড়াও ঘরের ভিতরে থাকা সোনাদানা-টাকাপয়সা লুঠপাট করা হয় বলে অভিযোগ ।

দিলীপবাবুর অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় । এই অবস্থায় রাতে পুলিশকে ফোন করা হলে পুলিশ আসেনি । এদিন সকালে পুলিশ আসে ।

আরও পড়ুন...পরীক্ষার ফি মকুবের দাবিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

দিলীপবাবুর অভিযোগ, বিজেপিকে দমিয়ে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই ঘটনা ঘটেছে । পুলিশ তদন্ত করলে সবটা পরিষ্কার হবে ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details