কোচবিহার, 21 মে : তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রাম । বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী সুবল মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয় । এমনকি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির বিজেপির দিকে ৷
বাড়িতে হামলা হতে পারে, এই খবর পেয়ে আগেভাগেই সুবল মণ্ডল সহ তাঁর পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযোগের ভিত্তিতে রূপম সরকার নামে এক যুবককে গ্রেফতার করে ৷ ধৃত যুবক এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত । তাঁর কাছ থেকে প্রচুর তির- ধনুক ও ধারালো অস্ত্র উদ্ধার হয় ।