কোচবিহার, 9 অগস্ট : উদয়ন গুহর বিরুদ্ধে কোচবিহার জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি । সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব জানায়, দিনহাটার প্রাক্তন বিধায়ক বিভিন্ন মিটিং-মিছিল এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করছেন । তার জন্য তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি ৷ তাই জেলার প্রতিটি থানায় উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপির তরফেই অভিযোগ দায়ের করা হবে ৷
বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতি রাভা বলেন, "উস্কানিমূলক মন্তব্য করার জন্য উদয়ন গুহের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছি আমরা ।" পাশাপাশি তাঁর পালটা হুঁশিয়ারি, "এগুলো বন্ধ না হলে পালটা বিজেপি কর্মীরা পথে নামবেন ।" গোটা বিষয়টি নিয়ে উদয়ন গুহ অবশ্য বলেন, "কে কী করবেন সেটা তাঁদের নিজস্ব ব্যাপার । এনিয়ে আমি চিন্তিত নই ।"
বিজেপির তরফে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ । দিনকয়েক আগেও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের পাশাপাশি হামলার ঘটনায় দিনহাটার বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ায় । এই পোস্ট ঘিরে হইচই পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের হুঁশিয়ারি দেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ।