পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: দিনহাটায় গুলিবিদ্ধ 3 বিজেপি সমর্থক, আহত আরও 2 - due to firing incident

নির্বাচনের মুখে দিনহাটায় চলল গুলি ৷ গুলিবিদ্ধ 3 বিজেপি কর্মী । আহত আরও 2 ৷ ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jul 7, 2023, 9:17 AM IST

কোচবিহার, 7 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র 24 ঘণ্টা ৷ গ্রামবাংলার দখলে কার হাতে যাবে তা শনিবার ঠিক করবেন ভোটাররা ৷ তার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 2 নম্বর পঞ্চায়েতের কালমাটি এলাকা ৷ পরপর বোমাবাজি ও গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৷ গুলিবিদ্ধ হয়েছেন তিন বিজেপি কর্মী ৷ ঘটনায় আহত আরও 2।

এদিন রাত দশটা নাগাদ প্রচার শেষে দলীয় কর্মী সমর্থকরা স্থানীয় বিজেপি প্রার্থীর বাড়ির বাইরে বসে ছিলেন ৷ ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের উপর চড়াও হয় । গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় 3 বিজেপি কর্মীর গায়ে গুলি লাগে। বিজেপি কর্মী পীযুষ বর্মন জানান, মিলন বর্মন, চন্দ্র বর্মন, অর্জুন বর্মন নামে তিন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে থাকা আরও এক বিজেপি কর্মী পালানোপর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে ধরে ফেলে মারধর করে। আরও পরে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকেও মারধর করা হয়।

নির্বাচনের আগের রাতে এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । জখমদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরবর্তীকালে 2 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ও বাকি 2 জনকে কোচবিহারে রেফার করা হয় । এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

ঘটনা প্রসঙ্গেই, বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, "এদিন ভোট প্রচার শেষে আমাদের প্রার্থীর বাড়ির সামনে নেতা-কর্মীরা বসেছিলেন । সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় । আমাদের চারজন আহত হয়েছেন । একজনের অবস্থা আশঙ্কাজনক।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা-2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ৷ তাঁর দাবি, এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন ।"

আরও পড়ুন:রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে গুলি, ফের জখম তৃণমূল কর্মী; অভিযুক্ত বিজেপি

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত কোচবিহার । ইতিমধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় প্রতি রাতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে জেলার বিভিন্ন এলাকায়। একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটায় রাজ্যপালও কোচবিহার পরিদর্শন করেছেন। দুস্কৃতীদের গ্রেফতারের সুপারিশ করেছেন। এমনই আবহে শনিবার নির্বাচন। তার আগে ফের গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details