কোচবিহার, 7 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র 24 ঘণ্টা ৷ গ্রামবাংলার দখলে কার হাতে যাবে তা শনিবার ঠিক করবেন ভোটাররা ৷ তার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 2 নম্বর পঞ্চায়েতের কালমাটি এলাকা ৷ পরপর বোমাবাজি ও গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৷ গুলিবিদ্ধ হয়েছেন তিন বিজেপি কর্মী ৷ ঘটনায় আহত আরও 2।
এদিন রাত দশটা নাগাদ প্রচার শেষে দলীয় কর্মী সমর্থকরা স্থানীয় বিজেপি প্রার্থীর বাড়ির বাইরে বসে ছিলেন ৷ ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের উপর চড়াও হয় । গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় 3 বিজেপি কর্মীর গায়ে গুলি লাগে। বিজেপি কর্মী পীযুষ বর্মন জানান, মিলন বর্মন, চন্দ্র বর্মন, অর্জুন বর্মন নামে তিন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে থাকা আরও এক বিজেপি কর্মী পালানোপর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে ধরে ফেলে মারধর করে। আরও পরে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকেও মারধর করা হয়।
নির্বাচনের আগের রাতে এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । জখমদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরবর্তীকালে 2 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ও বাকি 2 জনকে কোচবিহারে রেফার করা হয় । এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।