পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু BJP সমর্থকের, অভিযুক্ত তৃণমূল - কোচবিহারে খুন

রুহিদাস বিশ্বাসকে বাড়ি ঢুকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ । তৃণমূলের দিকেই আঙুল তুলেছে BJP ।

কোচবিহার
কোচবিহার

By

Published : Oct 27, 2020, 1:17 PM IST

কোচবিহার, 27 অক্টোবর : দশমীর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক BJP সমর্থকের । সিতাই থানার 538 শিঙিমারি গ্রামের ঘটনা । মৃতের নাম রুহিদাস বিশ্বাস (45) । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

সোমবার রাতে খাওয়ার পর বাড়িতে ছিলেন রুহিদাস । বাড়ি থেকে কিছু দূরে শিঙিমারি নদীতে দশমীর নিরঞ্জন চলছিল । রাত 11টা নাগাদ বাড়িতে ঢোকে একদল দুষ্কৃতী । তাঁকে উদ্দেশ্য করে গুলি চালায় বলে অভিযোগ । রাতেই তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

BJP নেতা সুদেব কর্মকারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল । তৃণমূল বিধায়ক জগদীশ বর্মাবসুনিয়া বলেন, "BJP-র গোষ্ঠী কোন্দলই কারণ ।" ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details